ডিজিটাল বাংলাদেশে মাইল ফলক হিসাবে গাইবান্ধা জেলায় সুন্দরগঞ্জ উপজেলায় ৭৩০ কোটি টাকা ব্যয়ে তিস্তা সেতু নিমিত হতে যাচ্ছে:
গাইবান্ধা জেলা প্রতিনিধি Channel 4TV : মোঃ মোছাব্বের হোসেন (শান্ত): গাইবান্ধা জেলায় সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর উপর তিস্তা সেতু ৭৩০ কোটি টাকা ব্যয়ে নিমিত হতে যাচ্ছে। পাশাপাশি এলজিইডির সেতুর উপর উভয় পার্শ্বে নির্মিত হবে ৮৫ কি. মি. আঞ্চলিক মহা সড়ক বাস্তবায়িত হবে। গাইবান্ধা এলজিইডি কার্যালয় সূত্র মতে জানা যায় দীর্ঘদিন ধরে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এলাকার তিস্তা নদীর উপর সেতু নির্মাণের দাবীতে আন্দোলন চলে আসছিল। সে দাবীর প্রেক্ষিতে বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে তিস্তা নদীর উপর তিস্তা সেতু নির্মানের প্রকল্প হাতে নেয়। সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন এর হরিপুর থেকে চিলমারী উপজেলার জোড়গাছ ইউনিয়নের রজব খালী এলাকা পর্যন্ত এই সেতুর রাস্তা নির্মাণ হবে। সেতুর দৈর্ঘ্য প্রায় ১৪৯০ মিটার। প্রস্থ হবে ৭.৩২ মিটার জমি অধিগ্রহণ ও আঞ্চলিক মহা সড়ক নির্মাণ সহ সেতু নির্মাণে ব্যয় ৭৩০ কোটি টাকা। ২০১৬ সালের ১৬ ই মাচ সংসদ অধীবেশনে একনেকে প্রকল্পটি পাস করেন প্রধান মন্ত্রী। ইতিমধ্যে সৌদি দাতা সংস্থা এসএফডি এবং ওএফআইডি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এছাড়াও সেতুর ডিজাইন পরিবিক্ষণ তদারকির জন্য উপদেষ্টা ফার্ম নিয়োগ ও ঠিকাদারের তালিকা ভূক্তির কাজ সম্পন্ন হয়েছে। এদিকে সেতুর উভয়পার্শ্বে ৮৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণ হবে। এর জন্য ১৩৩ একর জমি অধিগ্রহণ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায়। প্রস্তাবিত আঞ্চলিক মহাসড়কটি কুড়িগ্রাম, চিলমারী উপজেলা সদর থেকে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, পাঁচপীর বাজার, চন্ডিপুর, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর বাজার হয়ে সাদুল্যাপুর ধাপের হাট এলাকায় ঢাকা রংপুর জাতীয় মহাসড়কে মিলিত হবে। এটি নির্মিত হলে কুড়িগ্রাম লালমনির সংগে ৬৫ কিলোমিটার দুরুত্ব কমে যাবে। গাইবান্ধা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মাকছুদুল আলম বলেন সেতু নির্মাণ প্রকল্পটি নানা জটিলতা বিলম্বিত হয়। সে কারণে সুন্দরগঞ্জ উপজেলার মানুষের মধ্যে হতাশা ছিল। এখন আর সেতু নির্মাণে বাধা নেই। সেতু নির্মাণ বাস্তবায়ন প্রসংগে সুন্দরগঞ্জ তিস্তা সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক শরিয়তুল্যা মাস্টার বলেন তিস্তা সেতু নির্মাণে এক যুগ ধরে আন্দোলন করে আসছি। অনেক সভা, সমাবেশ, মানব বন্ধন, লিপলেট বিতরণ করেছি। সেতু নির্মাণের কথা শুনে ভাল লাগছে। দেখে যেতে পারলে আরও ভাল লাগবে।